ইন্দুরকানীতে আলোচিত গণধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ইন্দুরকানীতে আলোচিত গণধর্ষণ ও ডাকাতি মামলার অন্যতম আসামী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ইন্দুরকানী থানার এসআই আঃ রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে মোড়েলগঞ্জ উপজেলার জামুয়া গ্রামের সুলতান হাওলাদরের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাওলাদার (৩০) কে আটক করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে গৃহবধূ ও শাশুড়ীকে গণধর্ষণ ও ২০১৮ সালে ডাকাতির ২টি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কাজ করে আসছে। তার ভয়ে নির্যাতিত মানুষ মুখ খুলছে না।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ জানান, শিমুল হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার জামুয়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় গণধর্ষণ ও ডাকাতির ২টি এবং মোড়েলগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে। তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় আটক দেখানো হয়েছে।
