প্রধান সূচি

সাংবাদিক শেখ জামালের পিতা চলে গেলেন না ফেরার দেশে

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজ খোলা গ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টারস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সেখ জামালের পিতা মোঃ ইসমাইল হোসেন সেখ বুধবার দুপুরে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবাকির কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানাগেছে।
সাংবাদিক শেখ জামালের পিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষ শেষবারের মতো এক পলক দেখতে মৃতের বাড়িতে আসে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.কে.এম.এ. আউয়াল (এমপি), সিকদার মল্লিক ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড: শহীদুল ইসলাম হাওলাদার, সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চান, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোঃ মুনিরুজ্জামান নাসীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিরোজপুর কণ্ঠের সম্পাদক মোঃ ফশিউল ইসলাম বাচ্ছু, দৈনিক মানবকণ্ঠের বরিশাল ব্যুরো মোঃ সালে আহম্মেদ টিটুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, মরহুম ইসমাইল হোসেন সেখ এক সময় পিরোজপুর সদরের সাবেক এমপি মরহুম সরদার সুলতান মাহমুদের বিশ্বস্ত সহচর হিসেবে পিরোজপুর সদরের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial