মঠবাড়িয়ায় বখাটের হামলায় স্কুল ছাত্র আহত
মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে বুধবার দুপুরে বখাটের হামলায় বেল্লাল হোসেন রাব্বী (১৭) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত বেল্লালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেল্লাল উপজেলার টিয়ারখালী গ্রামের ব্যবসায়ী জামাল হোসেনের ছেলে ও টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আহত সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে বেল্লাল তার ভাবিকে নিয়ে মোটরসাইকেল যোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে এলাকার চিহ্নিত বখাটে আজিম, রফিক, হারুনের নেতৃত্বে ৫/৬জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে বেল্লালকে গুরুতর জখম করে। এসময় তার ভাবিকেও বখাটেরা লাঞ্ছিত করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত সূত্র দাবী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
