ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস পালিত
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবসের নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়পার্টি জেপি, বিএনপি, প্রেস ক্লাব, প্রবাসী কল্যান ফাউন্ডেশন, ইন্দুরকানী কলেজ, পূজা উৎযাপন পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ইন্দুরকানী থানার পক্ষে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, তদন্ত ওসি আব্দুস সালাম, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমান, সহসভাপতি মাহমাদুল হক দুলাল, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, জেপির পক্ষে মোশারেফ হোসেন, কাওসার আহম্মেদ দুলাল, ইন্দুরকানী কলেজের পক্ষে অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল।
এ ছাড়া বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
