বাগেরহাটে ভাষা আন্দোলনের কবি সামসুদ্দিননের স্মরণ সভা
ভাষার মাসে ভাষা আন্দোলনের কবি শেখ মোঃ সামসুদ্দিন আহমেদকে স্মরণ করেছে বাগেরহাট জেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ফতেপুরে কবির বাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা। স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, সদর উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, যদুনাথ ইনস্টিটিউটের অধ্যক্ষ অজয় চক্রবর্ত্তী।
সভায় বক্তারা, কবির স্মরণে একটি গণগ্রন্থাগার করার সিদ্ধান্ত গ্রহন করেন। এসময় কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভার পরে সকলকে নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
