প্রধান সূচি

পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

পিরোজপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অবহিতকরণের লক্ষে পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের বিভিন্ন তথ্য উপস্থাপন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী।

তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এবং সরকারের রূপকল্প-২০২১” বাস্তবায়নে জনগনের দোরগোড়ায়  সেবা পৌছানোর গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরতে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী-২০১৮ তারিখ পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারী সকালে একটি বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করবে। এদিন মেলার শুভ উদ্বোধন শেষে এক নজরে সরকারের আইসিটি বিষয়ক অর্জন উপস্থাপন করা হবে এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় দিনে আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ডিজিটাল সেন্টার বিষয়ক সেমিনার, পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসক প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এস. এম. পারভেজ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial