পিরোজপুর ছাত্র-যুব ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে একদল কুচক্রিমহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটির জেলা শাখা।
সোমবার সকালে স্থানীয় টাউন ক্লাবের সামনে থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি শুভদ্বীপ শিকদার শুভ, সহ-সভাপতি শুভ দাস, সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পলাশ মিস্ত্রী প্রমুখ। এসময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় সাবেক এমপির মতবিনিময় ও গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত »
