বর্তমান সরকার বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল … শেখ হেলাল এমপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে সুশিক্ষিত জাতির উপর। এর প্রধান ভিত্তি হলো মান সম্মত শিক্ষা। মান সম্মত শিক্ষার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে বিশ্বের বুকে এখন উন্নয়নের রোল মডেল।
শনিবার সন্তোষপুর ইউনিয়নের চরকচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও চিতলমারী উপজেলা চত্ত্বরে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদানসহ পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। দেশে উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে বিজয়ী করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সারা বিশ্বে ৩য় তম সৎ রাষ্ট্র প্রধান হিসেবে মনোনিত হয়েছেন। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের দায়ে জেলের ঘানি টানছেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে অন্যদিকে বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে জঙ্গী ও সাম্প্রদায়িকা বৃদ্ধি পায়। তাই দেশকে সমৃদ্ধশালী ও উন্নত করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
শেখ হেলাল বলেন, চিতলমারীর মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তাই এ এলাকার মানুষ যাতে ভাল থাকে সে জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার খাবার পানির সংকট দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। চিতলমারীতে সুদে কারবারী ও মাদক ব্যবাসীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান সামিয়ার রহমান বিউটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-বাগেরহাট সংরক্ষতি মহিলা সংসদ সদস্য মিসেস হেপী বড়াল, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম, বাগেরহাট পল্লী বিদ্যুতের জিএম মোতাহের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রমূখ। বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা চত্ত্বরে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান হিসেবে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রধান করেন।
অনুষ্ঠানে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহাবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাশেদ শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী প্রমুখ।
