ইন্দুরকানীতে এক দাখিল পরীক্ষার্থী বহিস্কার
ইন্দুরকানীতে নকল করার অপরাধে এক দাখিল পরীক্ষার্থী বহিস্কার করেছে দায়িত্বরত কর্মকর্তা। বৃহস্পতিবার ইন্দুরকানী কলেজ দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজী ১ম পত্রের পরীক্ষায় পশ্চিম চরণী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ সোলায়মান নকল করায় তাকে বহিস্কার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব অহম্মেদের নির্দেশে দায়িত্বরত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম তাকে বহিস্কার করেন।
কেন্দ্র সচিব মাওলানা মোঃ শাহ আলম হাওলাদার জানান, ওই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।
Please follow and like us:
« ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
