দুটি বসতঘর ভস্মীভুত
স্বরূপকাঠিতে অগ্নিদগ্ধ হয়ে বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
স্বরূপকাঠি উপজেলায় বসতবাড়ীতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে ফাতেমা বেগম (৮০) নামের এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামের সরদার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামের সৈয়দ আলী শেখের স্ত্রী।
উপজেলা ফায়ায় সার্ভিস সূত্রে জানাগেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত এবং দুটি বসতঘর ভস্মীভুত হয়েছে।
সরদার বাড়ীর বাসিন্দা মুমিনুল কবির সিপার জানায়, ঐদিন রাতে মোঃ ছত্তার ক্বারীর ঘরে আগুন দেখে পাশের ঘরের লোকজন ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। অল্পসময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় তাড়াহুড়া করে ঘরের মধ্যে থাকা সবাই বের হতে পারলেও ঘরে থাকা ছত্তার ক্বারীর বাক প্রতিবন্ধী বৃদ্ধা শাশুড়ি ফাতেমা বেগমকে বের করা সম্ভব হয়নি। ফলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার করুন মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ছত্তার ক্বারী ও তার ভাই রহিমের দু’টি বসত ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়। এসময় তিনি দাবী করেন অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফাতেমার শরীরের বেশিরভাগ পুড়ে ভস্ম হয়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সন্ধ্যানদী পার হয়ে ঘটনাস্থলে আসার আগেই ঘর দু’টি পুড়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচাজ মোঃ মাসুদ জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাওয়ার পূবেই এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এক বাক প্রতিবন্ধি বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।
