প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৩৬ পিচ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ভান্ডারিয়ায় চার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীর বাড়ি থেকে সোমবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মালামাল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত রাজিব মল্লিক (৩০) ওই এলাকার রুস্তুম মল্লিকের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানাগেছে, পৌর শহরের লক্ষ্মীপুরা মল্লিক বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ পিচ ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, কন্ডোম, ১৮টি মোবাইল সেট, বিভিন্ন কোম্পানির ২০টি সিম, চাপাতি, রামদা, দেশী অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী রাজিব পালিয়ে যায়।

এ বিষয়ে ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, রাজিবের বিরুদ্ধে ৪টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তদন্ত সেখ আউয়াল কবিরের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।

উল্লেখ্য, এর পূর্বেও রাজিব ও তার ভাই ইকবালের বাড়ি থেকে বিভিন্ন সময়ে ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial