পাইকগাছায় দুই বোনকে মারপিটের মামলার প্রধান আসামী জেল হাজতে
পাইকগাছায় কলেজ ছাত্রীসহ দুই বোনকে মারপিট করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী অজিয়ার গাজীর জামিন না মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সোমবার মামলার আসামীরা পাইকগাছার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক দুই জনের জামিন মঞ্জুর করলেও ১নং আসামী অজিয়ারের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেন দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবি সুরেশ চন্দ্র রায় জানিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার রাড়–লী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের সুব্রত মন্ডলের মেয়ে কলেজ ছাত্রী সোনিয়া মন্ডল (১৭) ও সঙ্গীতা মন্ডল (৮) কে গত ২৯ জানুয়ারি একই এলাকার প্রতিপক্ষ মৃত জাফর গাজীর ছেলে অজিয়ার ও তার পরিবারের লোকজন পূর্বশত্রুতার জেরে তাদেরকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় আহতের পিতা সুব্রত মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ অজিয়ার গাজী সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন।
Please follow and like us:
« পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা পৌর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মাংস »
