ভান্ডারিয়ায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর জন্মদিন পালিত
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালন উপলক্ষে যুবসংহতী ও ছাত্রসমাজের উদ্যোগে জেপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলা আব্দুল হাকিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মোঃ গোলাম সরওয়ার, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, রেজা আহম্মেদ দুলাল, মোঃ মানিক হাওলাদার, মোঃ আমির মল্লিক, যুবসংহতীর আহবায়ক মোঃ শহীদুজ্জামান রাজু মল্লিক, মোঃ মোস্তফা সিকদার, আনোয়ার হালিম, পিকলু হাওলাদার, গিয়াস উদ্দিন দুলাল, রাকিবুল ইসলাম, ছাত্রসমাজের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, মোঃ মামুন ফরাজী, মিঠু সিকদার, ওমর ফারুক মনির, কবির মৃধা, লাভলু সরদার, মনোয়ার হোসেন মঞ্জু হাওলাদার, জসিম, উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়য় শরিক হন।
