চুরির অভিযোগে স্বরূপকাঠীতে যুবককে পিটিয়ে হত্যা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মো. মোস্তফা চৌধুরী (৩৫) নামে এক যুবককে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা পেশায় একজন সাধারণ রিক্সা চালক ও ওই গ্রামের মো. সোহারব চৌধুরীর ছেলে।
নিহতের মা মঞ্জুয়ারা বেগম ছেলে হত্যার অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য নকিতুল্লাহ ও চৌকিদার ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তবে অভিযুক্ত ইউপি সদস্য নকিতুল্লাহ বলেন, আমি বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে স্থানীয়রা আমাকে ফোনে জানায় চোর ধরা পরেছে। আমি তাদের স্থানীয় চৌকিদারকে জানাতে বলি।
ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল জানান, শুনেছি ওই দিন রাতে মোস্তফাকে ওয়ার্ডের শাহজাহান মোল্লার বাড়ী থেকে চোর সন্দেহে ধরে স্থানীয় যুবকেরা মারধর করে তার পিতা মাতার কাছে দেয়। পরে সকালে জানতে পারি মোস্তফা মারা গেছে।
নেছারাবাদ থানার অফিসনার ইনচার্জ (ওসি) জানান, নিহত মোস্তফার গলা ও ডান চোখের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মোস্তফাকে মারার ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
