প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই সহোদরকে কুপিয়ে জখম

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়ার আলগী পাতাকাটা বাজারে সোমবার রাতে মনির (৪৫) ও সায়েম (৩৫) নামের দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত দুই সহোদর ভাই চিত্রা পাতাকাটা গ্রামের মৃতঃ আতাহার আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আলগী পাতাকাটা বাজারে সোমবার সন্ধ্যায় আহতদের বড় ভাই শাহজাহান হাওলাদারের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ একই বংশের জাকির হোসেন ও তার ভাইর ছেলে রাজুর সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে শাহজাহানের ছোট দুই ভাই বাজারে এলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে।

মঠবাড়িয়া থানার পুলিশ উপ-পরিদর্শক শাহানাজ পারভীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial