স্বরূপকাঠিতে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগের সংবাদ সম্মেলন
৮ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে প্রস্তুতিসভা করার জন্য স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের কাছে অডিটোরিয়াম চেয়ে অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগ। শনিবার সকালে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ফায়েজ লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ৮ ফেব্রুয়ারী বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। এ উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগ ওই দিন এক যৌথ প্রস্তুতি সভার আয়োজন করে। সভার স্থান হিসেবে উপজেলা অডিটোরিয়ামকে নির্ধারন করা হয়। এজন্য ২ ফেব্রুয়ারী উপজেলা শ্রমিকলীগের পক্ষ থেকে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চেয়ে ইউএনও বরাবরে শ্রমিকলীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ফায়েজের স্বাক্ষরিত লিখিত আবেদন করা হয়। অনুমতির বিষয়ে পরে মোবাইলে জানানো হবে বলে ইউএনও তাদেরকে জানান।
উক্ত সংবাদ সম্মেলনে বিষয়টি তারা সরকারের উদ্ধর্তন কতৃপক্ষের নিকট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ ব্যাপারে ইউএনও আবু সাঈদ জানান, অডিটোরিয়াম পাওয়ায়র জন্য পূর্ব থেকেই আওয়ামীলীগের অন্যান্যে সংগঠনের আবেদন থাকায় তাদেরকে হল রুম দেয়া সম্ভব হয়নি।
উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান জানান, তার কাছে অডিটোরিয়াম চেয়ে কেই আবেদন করেননি। তাছাড়া এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হামিদ, সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ শহিদ উল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
