নাজিরপুরে হরিগুরু চাঁদ সেবা আশ্রমের বার্ষিক অনুষ্ঠান
নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে মরাই পাগলে প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিগুরু চাঁদ সেবা আশ্রমের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার শ্রীরাকাঠি বন্দরের মধ্য জয়পুর গ্রামে স্বর্গীয় মনিন্দ্রনাথ পাগল (মরাই পাগল) এর প্রতিষ্ঠিত আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করেন পাগল ভক্তবৃন্দ।
আশ্রমের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ হাফিজুর রহমানের স্ত্রী শেখ এ্যানি রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফারুক সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম সিকদার লিটন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।
পরে প্রধান অতিথি শেখ এ্যানি রহমান নাজিরপুরের মালিখালি ইউনিয়নে শ্রী শ্রী বদনচাঁদ ঠাকুরের বার্ষিক মহোৎসব উপলক্ষে আয়োজিত সভায় অংশগ্রহন করেন।
মালিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ হাফিজুর রহমানের স্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি খান এনায়েত হোসেন এর কন্যা শেখ এ্যানি রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
