কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা ।। জেলায় পরীক্ষার্থী ১২ হাজার ৮০৩ জন
কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকালে ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জেলায় এসএসসি পরীক্ষার্থী হচ্ছে ১২ হাজার ৮০৩ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯২০ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৮৩ জন।
পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম মো. বুলবুল জানান, পিরোজপুর জেলার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় পরীক্ষার্থ হচ্ছে ১৯৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় ৬৬৩ জন, কাউখালী উপজেলায় ৭৩১ জন, ভান্ডারিয়া উপজেলায় ১৮৮০ জন, মঠবাড়িয়া উপজেলায় ২১১৩ জন, নাজিরপুর উপজেলায় ২৪৫৫ জন এবং স্বরূপকাঠী উপজেলায় ২৬৫০ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৩৫৭ জন। জেলার ২৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরিশাল শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ৮৮ জন। বিভাগের ১৭২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী মোট ১ লাখ ৩৭ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৭ হাজার ২১০ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৭২০জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৮ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী অংশ নিবে। বিভাগের ৬ জেলার মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী বরিশাল জেলায় ৬০টি কেন্দ্রে ৩৫ হাজার ৩৪৩ জন। সর্বনি¤œ পরীক্ষার্থী ঝালকাঠী জেলায় ১৭টি কেন্দ্রে ৯ হাজার ২৪৮ জন।
এ ব্যাপারে শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, পরীক্ষা নির্বিঘেœ সম্পন্নে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন।
এদিকে, এবার সারাদেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ২১২ জন ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬২৭ জন।
আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, এসএসসিতে ১৬ লাখ ২৭ হাজার ৩শ ৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭শ ৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী রয়েছে।
২০১৭ সালে পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের তুলনায় এবার মোট ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ছাত্র বেড়েছে ১ লাখ ১২ হাজার ৪১১ জন ও ছাত্রী বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৭৫ জন।
মোট ২৮ হাজার ৫৫১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৪১২ কেন্দ্রে পরীক্ষা দেবে।
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) তত্ত্বীয় বিষয়ের ২৪ দিনে ১৭ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
