স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকা-ে পাঁচটি দোকান ঘর পুড়ে গেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন পুরাতন লঞ্চঘাট এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে দু‘টি হোটেল ও তিনটি চায়ের দোকান। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তারা প্রাথমিক ভাবে ধারনা করছেন আগুনের মূল সূত্রপাত হয়েছে হোটেলের চুলা থেকে।
উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ কামরুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দু‘ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস আসার পর আগুন আর ছড়াতে পাড়েনি।
Please follow and like us:
« স্বাস্থ্য ঝুঁকিতে গ্রামের সাধারণ মানুষ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের সাথে মতবিনিময় »
