প্রধান সূচি

পাইকগাছায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টা ॥ থানায় অভিযোগ

পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে এক মাদরাসা শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখলের চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও চাকরিচ্যুত করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জরুরী সভার পর এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চলাকালে প্রতিষ্ঠানের সভাপতি শেখ রফিকুল ইসলাম, বড়দল আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও শিক্ষক শেখ সোহেল উদ্দীনসহ ১০/১২ জন মিলে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বিদ্যালয়ে প্রবেশ করে। এরপর তারা প্রথমে শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে চাকরিচ্যুত করার হুমকি দিয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে তার চেয়ার দখলের চেষ্টা চালিয়ে টেবিলের উপর চড়, থাপ্পড় মেরে কাগজপত্র তছনছ করে ত্রাসের রাজত্ব কায়েম করে বলে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল অভিযোগ করেছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ভয়ে আতংকগ্রস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনা জানাজানির পর ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের জরুরী সভার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগের করা হয়েছে।

উল্লেখ্য, এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মধ্যে মতভেদের জেরে সর্বশেষ এ ঘটনা ঘটেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial