প্রধান সূচি

পিরোজপুরে এসডিজি অভীষ্ট লক্ষ্য অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘বাদ যাবেনা কেউ’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে এসডিজি অভীষ্ট লক্ষ্য অর্জনে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি ‘সনাকের’ আয়োজনে এসডিজি অভিষ্ট লক্ষ্য ১-দারিদ্রের অবসান, ৩-সুস্বাস্থ্য ও কল্যাণ, ৫-জেন্ডার সমতা এবং ১৬-শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান নির্মান শীর্ষক এ কর্মশালায় সদর উপজেলার সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি অংশগ্রহন করেন।

সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। মুল প্রবন্ধ উপাস্থাপন করেন টিআইবির পরিচালক (গবেষনা)  ড. রিজওয়ান-উল-ইসলাম।

টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিতের সঞ্চালনায় এসডিজি অভীষ্ট লক্ষ্য  অর্জনে আমাদের করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন, টিআইবি বরিশাল অঞ্চলের প্রোগ্রাম অফিসার মো. ফিরোজ উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝী, শঙ্করপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইদ্রিস, সাংবাদিক খালিদ আবু, একটি বাড়ি একটি খামারের মনিরুল ইসলাম সেখ, গণ উন্নয়ন সমিতির পরিচালক জিয়াউল আহসান, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের প্রোগ্রাম অফিসার রিচা সিলভিয়া বিশ^াষ, পিডিএপ এর পরিচালক রফিকুল ইসলাম পান্না, রিক’র শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ডাক দিয়ে যাই এর সাঈফ ইমরান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial