মঠবাড়িয়ায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
জেলার মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষন করার অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো ছগির এন্টারপ্রাইজ ৮ হাজার টাকা, কাইয়ুম ষ্টোর ২ হাজার টাকা, মরাব মিষ্টি ১ হাজার পাঁচশত টাকা, মুন্সি কস্মেটিকস ২ হাজার টাকা ও রাজমহল হোটেল ৬ হাজার টাকা।
পিরোজপুর ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপককে বিদায় এবং নবাগতকে বরণ »
