প্রধান সূচি

ভান্ডারিয়ার ইকড়িতে ডাকাতি

জেলার ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের দক্ষিণ ইকড়ি গ্রামের আব্দুস সালাম হাওলাদার ও একই বাড়ির মো. অদুদ মাস্টারের ঘরে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে আব্দুস সালামের বাসার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১ লাখ ৬০ হাজার নগদ টাকা এবং স্বর্ণালংকার ও একই বাড়ির অদুদ মাস্টারের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ২ লাখ নগদ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মোট ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।

বুধবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial