প্রধান সূচি

পাইকগাছায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেলুটি সূর্য সংঘ চ্যাম্পিয়ন

পাইকগাছায় খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আন্তঃইউনিয়ন ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেলুটি ইউনিয়নের আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লস্কর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দেলুটি ইউনিয়নের আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৪-১ ব্যবধানে লস্করকে পরাজিত করে দেলুটি সূর্য সংঘ চ্যাম্পিয়ন হয়। দেলুটির সোহাগ টুর্নামেন্ট সেরা ও সাগর ম্যাচ সেরা নির্বাচিত হয়।

খেলা শেষে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ওসি আমিনুল ইসলাম বিল্পব, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, আব্দুস সালাম কেরু, যুবলীগনেতা দ্বীজেন মন্ডল।

বক্তব্য রাখেন, খেলোয়াড় কল্যাণ সমিতির তুষার কান্তি মন্ডল, শ্রীষ কান্তি রায়, বাচ্চু লোহানী, দেবাশীষ সানা, শেখ রাসেল হোসেন রাজা, শেখ মাসুদুর রহমান, সাবেক ফুটবলার আজুবর রহমান, কৃষ্ণপদ মন্ডল, ইদ্রিস আলী, সুকৃতি মোহন সরকার, আনারুল ইসলাম, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আশিক মাহমুদ, গৌতম, বিদ্যুৎ, সুকুমার, দিপক, রনধীর মন্ডল, মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, নুরুজ্জামান টিটু ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial