পাইকগাছায় গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় ব্র্যাক প্রতিষ্ঠিত গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার খড়িয়া লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিলিপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অনিষ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক নিতাই পদ মিস্ত্রী, শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র মল্লিক, গ্রাম সামাজিক শক্তি কমিটির সভপতি সুভাষ চন্দ্র মন্ডল।
বক্তব্য রাখেন, রবিউল ইসলাম, জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার ১শ’ অতি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন »
