কাউখালীতে সাবেক মন্ত্রী মতিউর রহমানের স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত
বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদুত,সচিব ও সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমান এর স্মরণে সোমবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এম. মতিউর রহমান ছিলেন একজন সফল মন্ত্রী, কূটনীতিবিদ, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও একজন সৃজনশীল ব্যক্তিত্ব। তার সব কাজের লক্ষ্য ছিল সাধারণ মানুষের উপকার করা।
কাউখালী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নাগরিক শোক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, জেলা পরিষদের সদস্য শাহাজাদি রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকাটে আব্দুল আউয়াল, সাবকে ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ
উল্লেখ্য, এম মতিউর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসন থেকে ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন।
