প্রধান সূচি

নাজিরপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক

জেলার নাজিরপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের মৃত হিঙ্গুল শেখের ছেলে আমিনুল ইসলাম পলাশ (৩০), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নওশের ফকিরের ছেলে আরিফ ফকির (২৪) ও একই গ্রামের শাহাদাৎ শেখের ছেলে মুরাদ শেখ (২৬)। আটককৃতদের শুক্রবার রাত ১০ টায় নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ এর ডিএডি মো. শামসুর কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামের ফকির বাড়ী থেকে অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬টি রাম দা, ৩টি ছোড়া, ১টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, ১২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় নাজমুল হাসান লাল্টু নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় স্থায়ীভাবে বাস করা গ্রেফতারকৃত পলাশ ওই উপজেলা যুবলীগের সদস্য বলে দাবী করেন। সে উপজেলার ঝনঝনিয়া গ্রামের মামা মাষ্টার সাইদুল ইসলামের বাড়িতে থেকে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে থানা পুলিশের অভিযোগ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে টুঙ্গিপাড়ায় ৪টি ও নাজিরপুর থানায় ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ডিএডি মো. শামসুর কবির আরো জানান, আটককৃতরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা না হলেও তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় থেকে স্থানীয় মুহিদ মোল্লার ছেলে উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাজমুল হাসান লাল্টুর ক্যাডার হিসেবে মাদক বিক্রিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটকৃতরা স্থানীয় সন্ত্রাসী। তারা  অস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial