প্রধান সূচি

স্বরূপকাঠীতে মূত্রথলি বিহীন শিশুর জন্ম

জেলার স্বরূপকাঠীতে ইউরিনারী ব্লাডার (মূত্রথলী থলি) ছাড়াই এক শিশু জন্ম গ্রহন করেছে। উপজেলার সীমান্তবর্তী ইলুহার গ্রামে এ ছেলে শিশু জন্ম লাভ করে। সাধারণত হাত, পা, নাক, কান, চোখসহ একটি পূর্নাঙ্গ মানব দেহের ভিতর ও বাহিরের প্রয়োজনীয় অঙ্গ নিয়ে শিশু পৃথীবিতে আসে। কিন্তু ইউরেনারী ব্লাডার না নিয়ে এমনভাবে শিশুরটির জন্মলাভ একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আসাদুজ্জামানসহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেসিয়া বিভাগের ডাক্তার মো. লুৎফুর আজিজ।

জানা যায়, শিশুটি জন্মলাভের পূর্বে তার মা মোসাঃ সোনিয়া বেগম (২০) গত ৭ জানুয়ারি উপজেলার একটি স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রি-এ্যাকলামসিয়া (খিচুনি জনিত) রোগ নিয়ে ভর্তি হন। রোগীর জীবন বাঁচাতে গর্ভবতী সোনিয়াকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনে ওই মায়ের কোল জুড়ে শিশুটি জন্ম লাভ করে। জন্মের পর মা ও বাচ্চা সুস্থ থাকলেও বাচ্চাটি দু’দিন পর্যন্ত প্রসাব না করায় চিন্তিত হয়ে পড়ে ডাক্তারসহ শিশুর আত্মীয় স্বজন। তখন বাচ্চাটির উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতাল থেকে বাচ্চাটির পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা বাচ্চাটির মূত্রথলির অনুপস্থিত নিশ্চিত হন। ওখান থেকে শিশুটিকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে প্রেরণ করা হয়।

নবজাতক শিশুটির পিতা মো. আল-আমীন একজন দিন মজুর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial