পিরোজপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক দুঃস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খান মাসুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুহৃদ সালেহীন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ।
এর আগে সকালে পিরোজপুর শহরের বাইপাস এলাকায় জেলা প্রশাসক ১৫০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
এছাড়া বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট নদী বন্দরে শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে …. আনোয়ার হোসেন মঞ্জু »
