প্রধান সূচি

চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর শেখের কবল থেকে রক্ষা পেতে ভূমিহীন পরিবারের লোকজন মানববন্ধন করেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কোটি টাকার ব্রীজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেয়া বৃদ্ধ শাহাজান কাজী, পারভেজ কাজী, মোঃ হান্নান শেখ, রাবেয়া বেগম, শুকুরন বেগম ও রহিম শেখ জানান, তারা উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম চরপাড়ায় সরকারি জমিতে ১৫-১৬ বছর আগে থেকে বসবাস করে আসছেন। সেই সাথে তারা উক্ত জায়গার নিয়মিত বিদ্যুৎ বিল ও চৌকিদারী ট্যাক্স প্রদান করে আসছেন। বসবাসের শুরু থেকেই তারা সরকারিভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষও তাদের বন্দোবস্ত প্রদানের আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে প্রভাবশালী জাহাঙ্গীর মেম্বার ও তার সহযোগী পলি বেগম নামের এক মহিলা মোটা অংকের টাকার মাধ্যমে অন্য লোকদের বন্দোবস্ত দেয়ার পাঁয়তারা চালাচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। এসব বিষয় জানিয়ে তারা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া শিশু কায়উম, কাওসার ও ইমন কান্নাজড়িত কন্ঠে জানায়, এই শীতে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে তারা যাবে কোথায় ?

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, ওই বাক্তিদের আবেদনটি এখনও হাতে পৌছায়নি। কাগজটি পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial