প্রধান সূচি

ইন্দুরকানীতে উন্নয়ন মেলায় পায়রা বন্দর সেতুর প্রতিকৃতি প্রদর্শণ

ইন্দুরকানীতে উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পায়রা বন্দর সেতুর উপস্থাপিত নকশা ও ডিজাইনে সেতুর প্রতিকৃতি উপস্থাপন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইন্দুরকানী প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু পায়রা বন্দর সেতুর ডিজাইন নকশাসহ সেতুটি নির্মানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২০১৭ সালে আবেদন করেন। প্রধানমন্ত্রী ওই ছাত্রের আবেদনের প্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেন। যা সারাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। আর এই অনুপ্রেরণাকে প্রাধান্য দিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার এবারের উন্নয়ন মেলায় অংশ নেয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পায়রা বন্দর সেতুর উপস্থাপিত নকশা ও সেই ডিজাইনে সেতুর প্রতিকৃতি উপস্থাপন করে। যা মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

সেতুটির  প্রতিকৃতি তৈরী করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম লোকমান হোসেন, সানাউল্লাহ নূরী, তুষার বেপারি, ফিরোজ রব্বানী ও অরুন কুমার মজুমদার। এতে সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, সহকারী শিক্ষা অফিসার পূরবী রানী দাস, সৈযদ মোঃ আহসান ও ইউআরসি ইনস্ট্রাক্টর মো: রবিউল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম বলেন, প্রধানমন্ত্রীর কাছে পটুয়াখালীর এক শিশু শিক্ষার্থী পায়রা বন্দর সেতুর জন্য আবেদন করলে তিনি বিষয়টি আমলে নিয়ে সেতু নির্মানের ব্যবস্থা করেন। তাই আগ্রহ সৃষ্টির লক্ষে এই সেতুটি প্রতিকৃতি প্রদর্শণ করা হয়েছে। ¬

উন্নয়ন মেলা উপজেলার ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা শনিবার শেষ হবে। মেলায় ৪৬টি ষ্টল রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial