প্রধান সূচি

সংসদ ভবনে সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এম. মতিউর রহমানের প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জানাজার আগে এম মতিউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় নেতার পক্ষে মোহাঃ মামুনুর রশিদ এমপি মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জানাজায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

আগামীকাল ১২ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা ঢাকার গুলশান আজাদ মসজিদে দিতীয় জনাজা অনুষ্ঠিত হবে এবং ১৩ই শনিবার জোহর নামাজ বাদ পিরোজপুর জেলার কে.জি. ইউনিয়ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তৃতীয়  এবং বাদ আসর তার গ্রামের বাড়ী জয়কুলের জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে চতুর্থ  জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে বাবা-মা’র পাশে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, এম. মতিউর রহমান গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসনের ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial