প্রধান সূচি

ভান্ডারিয়ায় সচিব আব্দুর রব হাওলাদারের উন্নয়ন মেলা ও স্কুল পরিদর্শন

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় বিহারী পাইলট বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় উন্নয়ন মেলার অগ্রগতি পরিদর্শণ করেন সংসদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার। এসময় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, বিহারী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীসহ সরকারি, বে-সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি তার নিজ গ্রাম উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার এবং সচিবের সহধর্মীণি সিমা হাওলাদার।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিবাবক, ছাত্রীরাসহ এলাকাবাসি অতিথিদেরকে অব্যর্থনা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial