ভান্ডারিয়ায় সচিব আব্দুর রব হাওলাদারের উন্নয়ন মেলা ও স্কুল পরিদর্শন
ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় বিহারী পাইলট বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় উন্নয়ন মেলার অগ্রগতি পরিদর্শণ করেন সংসদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার। এসময় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, বিহারী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীসহ সরকারি, বে-সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি তার নিজ গ্রাম উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার এবং সচিবের সহধর্মীণি সিমা হাওলাদার।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিবাবক, ছাত্রীরাসহ এলাকাবাসি অতিথিদেরকে অব্যর্থনা জানান।
