প্রধান সূচি

বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ

বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়  বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, এলিজা জামানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে নব্য বাকশালী কায়দায় দেশ শাসন করছে শেখ হাসিনার সরকার। তাই ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন জনগণ ঘৃর্ণাভরে প্রত্যাখান করেছিল।

এরআগে জেলা বিএনপি’র উদ্যোগে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেতে চাইলে পুলিশি নিষেদ্ধাজ্ঞার কারনে মিছিলটি বের করতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial