বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ
বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, এলিজা জামানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে নব্য বাকশালী কায়দায় দেশ শাসন করছে শেখ হাসিনার সরকার। তাই ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন জনগণ ঘৃর্ণাভরে প্রত্যাখান করেছিল।
এরআগে জেলা বিএনপি’র উদ্যোগে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেতে চাইলে পুলিশি নিষেদ্ধাজ্ঞার কারনে মিছিলটি বের করতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
