প্রধান সূচি

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের গণতন্ত্র মুক্ত দিবস পালিত

গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বিলাস চত্ত্বরে পথসভায় মিলিত হয়। সথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক খান বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি খান মোঃ আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান।

এ সময় বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের আগে বিএনপি জামাত এ দেশের নিরীহ মানুষদের উপরে গাড়িতে পেট্রোল বোমা মেরে হরতাল নাশকতা চালিয়ে নানা ভাবে নির্যাতন করেছিলো। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে এ দেশে গণতন্ত্র মুক্ত হয়েছিলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial