সুন্দরবনে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন টিমের সদস্যরা বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার গোমসার ভাড়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর কাছে জিম্মি থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে। এসময় বনদস্যু বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক বিএন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের গোমসার খাল এলাকায় বনদস্যু ‘নানা ভাই’ বাহিনী ১১ জেলেকে আটক করে মুক্তিপন দাবি করছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে কোষ্টগার্ড বাহিনীর সদস্যরা।
Please follow and like us:
« পিরোজপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরের খেজুরতলা বাজারে অগ্নিকান্ড ॥ ১৬ দোকান পুড়ে ছাই »
