কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার
দাবী মেনে নেওয়ায় পাইকগাছায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
পাইকগাছায় কর্মবিরতির তৃতীয় দিনে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কর্মচারীরা। একই সাথে ৪ দফা দাবী মেনে নেওয়ায় এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে।
উল্লেখ্য, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা, মূল বেতনের ৩০% হারে মাঠ-ভ্রমন ও ঝুঁকি ভাতা প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করার দাবীতে বাংলাদেশ হেল্থ এসিস্যান্ট এসোসিয়েশনের কর্মচারীরা গত সোমবার থেকে সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। কর্মসূচির দ্বিতীয় দিন গত মঙ্গলবার সচিবলয়ে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এমপি ৪ দফা দাবী মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেন। এর প্রেক্ষিতে সারাদেশের ন্যায় পাইকগাছার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে বুধবার থেকে কাজে যোগ দিয়েছেন।
এদিকে দাবী মেনে নেওয়ায় এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম’কে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন এসোসিয়েশনের স্থানীয় সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম, খালেদা পারভীন, জেবুন্নেছা বেগম, তুষার সরকার, আজিজুর, আল-আমিন রেজা, প্রজিৎ রায়, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, অনাদি রায়, সঞ্জয় দাশ, নিখিল ঘোষ, রোকেয়া আক্তার, ধীরাজ মোহন, কাজল সরকার, দিপিকা রানী, জামিলা খাতুন, মুসলিমা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, কল্পনা রানী, নিউটন মন্ডল, ঝর্ণা রানী, আবু জাফর, হরি দাশ, জয় নারায়ণ, রীতা সরদার, সাইফুল্লাহ, জামাল হোসেন ও চাঁদ সুলতানা।
