চিতলমারীতে কবিগান অনুষ্ঠানে জুয়াড়িদের গণপিটুনী ॥ আহত ৫
বাগেরহাটের চিতলমারীতে কবি গানের অনুষ্ঠানে জুয়া খেলার সময় গণপিটুনীতে পাঁচ জুয়াড়ি আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার হাসাবুনিয়া-কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের হাসাবুনিয়া-কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসি দুই দিন ব্যাপী কবি গানের আয়োজন করেন। গত রবিবার থেকে শুরু হওয়া কবিগানে কয়েকজন জুয়াড়ি জুয়ার আসর বসান। আয়োজকরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে খেলা বন্ধ করে দেন। এবস্থায় দ্বিতীয় দিন পুনরায় জুয়ার আসর বসালে স্থানীয়রা জুয়াড়ীদের ধরে গণপিটুনী দেয়। এ সময় হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় মহিবুর কাজী (৩০), ইশ্রাফিল মোল্লাসহ পাঁচ জন জুয়াড়ি আহত হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, এ ব্যাপারে কোন অভিযোগ তিনি পাননি তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নেওয়া হবে।
