প্রধান সূচি

পিরোজপুরে আনন্দমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

আনন্দমূখর পরিবেশে আজ সোমবার পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পিরোজপুর শহরের করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম বুলবুল। এর আগে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
এ বছর জেলার ৭টি উপজেলার ৯৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ২৬ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ১৯ হাজার ৮০০ টি বই এবং মাধ্যমিক স্তরের ৪৫০ টি বিদ্যালয়ের ১ লক্ষ ৫৫ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মাঝে ২০ লক্ষ ২৮ হাজার ৮৩৫ টি বই বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial