শোক সংবাদ
আশ্রাফ আলী
দৈনিক ইত্তেফাকের জব সেকশনের সাবেক কর্মচারী আশ্রাফ আলী হাওলাদার (৮০) শুক্রবার দুপুরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠী তার গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
মৃত্যু কালে স্ত্রী, ১ছেলে, ২মেয়ে সহ অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। গতকাল শনিবার স্থানীয় মাদ্রাসামাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্ট জনেরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Please follow and like us:
« মোড়েলগঞ্জে ধান কাট নিয়ে সংর্ঘষে নিহত দুই শ্রমিকের দাফন সম্পন্ন ॥ থানায় মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানী নদীতে নিয়ে দুইজনকে হত্যা চেষ্টা »
