প্রধান সূচি

পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ

ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান, র‌্যালী ও বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ভোরে শহীদদের স্মরণে স্কুল প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে একটি বর্ণ্যঢ্য র‌্যালী বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মিলনায়তনে শেষ হয়। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত সিকদার, বাসুদেব হালদার প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে বিশ্ব সাহিত্য পাঠক নির্বাচিত ৩০৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial