ভান্ডারিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে ভান্ডারিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার থেকে র্যালী শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিল ভান্ডারিয়া শাখার আহবায়ক শিমুল আহম্মেদ রেজা।
এসময় আওয়ামী লীগের উপজেলা দপ্তর সম্পাদক প্রভাষক আঃ হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি এমরান তালুকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা মহিলা পরিষদ ও বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের আলোচনা সভা »
