পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী আটক
পাইকগাছায় মোতালেব আলী হাওলাদার (৬০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক আসামী মোতালেব উপজেলার দেলুটি গ্রামের মৃত সুন্দর আলী হাওলাদারের ছেলে।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আসামী মোতালেব পাইকগাছা থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৫২/০৩ নং মামলার আসামী। আদালতে তার ৩ বছরের সাজা হয়। বুধবার দুপুরে থানার এএসআই মহিবুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলুটি খেঁয়াঘাট এলাকা থেকে মোতালেবকে আটক করে।
Please follow and like us:
« পাইকগাছায় জাতীয় পার্টির বিজয় দিবসের প্রস্তুতি সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা কলেজ রোভার স্কাউটের জলসা ও দীক্ষা অনুষ্ঠান »
