অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ সময় আলমগীর হোসেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, আমাদের শিক্ষক নেতাকে অচিরেই মুক্তি না দিলে সারাদেশের শিক্ষক সমাজ কঠিন আন্দোলনের মাধ্যমে নেতাকে জেল থেকে মুক্ত করে আনা হবে ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা ! »
