প্রধান সূচি

আমনেরা মোর বাজানরে একটু বাঁচান !

১৯ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছে শিশু সাদিকুর

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে আহত শিশু সাদিকুর (৮) গত ১৯ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর্থিক সঙ্গতি না থাকায় হতদরিদ্র পরিবারের সন্তান সাদিকুর চিকিৎসাহীন অবস্থায় ঘরের মেঝেতে কাতরাচ্ছে।
আহত শিশু সাদিকুরকে মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বললেও অর্থাভাবে বরিশাল নিয়ে যেতে পারছে না তার পরিবার। শরীরের পোঁড়া অংশে পচন ধরে গর্তের সৃষ্টি হয়েছে।
সাদিকুর উপজেলার সাপলেজার ৯১নং কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র এবং ওই গ্রামের মোটরসাইকেল চালক মিলন মিয়া ও গৃহিনী পারুল বেগমের ছেলে।
জানা গেছে, গত ২৪ নভেম্বর সুপারি পারতে গিয়ে গাছ সংলগ্ন বিদ্যুতের তারে শরীর ঝলসে যায় সাদিকুরের। ভাগ্যক্রমে সাদিকুর বেঁচে গেলেও বর্তমানে মৃত্যু শয্যায়। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে যে কোন সময় নিভে যেতে পারে ওই শিশুর জীবন প্রদ্বীপ।
শিশু সাকিদুরের মা পারুল বেগম বলেন, “সুদে কিছু টাহা আনছি। ওই টাকা লইয়া আইজ (মঙ্গলবার) বরিশাল যামু। আমনেরা মোর বাজানরে একটু বাঁচান।”
ওই পরিবারের পক্ষ থেকে শিশু সাদিকুরের স্কুল শিক্ষক রিপন সিকদারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। যার মোবাইল নং- ০১৭১৭৭৯০৬৭৯।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial