প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

জেলার ভান্ডারিয়া উপজেলায় ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ভান্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মঙ্গলিকা নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা প্রি ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী।
ভান্ডারিয়া থানার এস আই মো. হাসান জানান, রবিবার সকাল ১০টার দিকে মঙ্গলিকা বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial