পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত
পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান প্রমুখ।
অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা সদরে নির্বাচিত জয়িতা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Please follow and like us:
« পিরোজপুর মুক্ত দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত »
