প্রধান সূচি

মঠবাড়িয়ার মিরুখালী এসএসসি কেন্দ্র স্থগিত

মঠবাড়িয়ায় জেএসসি পরীক্ষায় অসাধুপায়ে বাহির থেকে উত্তর পত্রে লিখে দেয়া ও ব্যাপক অনিয়মের অভিযোগে স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের আসন্ন এসএসসি কেন্দ্র স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এদিকে এসএসসি কেন্দ্র স্থগিতের খবরে শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে  জানা গেছে, সদ্য সমাপ্ত জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের শিক্ষার্থী মাইনুল ইসলাম উত্তরপত্রের সাথে বাহির থেকে লিখে আনা অতিরিক্ত উত্তরপত্র (লুচ সীট) গেঁথে দেয়। বরিশাল বোর্ড কর্তৃপক্ষ খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর হাতের লেখার সাথে অতিরিক্ত উত্তরপত্রের অমিল পাওয়ায় বিষয়টি পরীক্ষকের কাছে ধরা পড়ে। পরে বরিশালা শিক্ষাবোর্ডের স্মারক নং- বশিবো/পনি/এসএসসি/২০১৭/১৮০২, তারিখ ৫/১২/ ২০১৭ ইং বোর্ডের ওয়েবসাইটে ওই কেন্দ্র স্থগিতের আদেশ দেন।

কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ আলমগীর হোসেন খান জানান, বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র স্থগিতের আদেশ পেয়েছি। তিনি আরও জানান, শিক্ষার্থীরা কক্ষে বসে কি করে তা আমার জানার কথা নয়? তবে তিনি দাবী করেন ওই শিক্ষার্থী মাইনুল ইসলাম আমার স্কুলের ছাত্র।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়াম্যান প্রফেসর জিয়াউল হক পরীক্ষা কেন্দ্র স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial