প্রধান সূচি

পাইকগাছায় নছিমনের ধাক্কায় দুই পথচারী আহত

পাইকগাছায় নছিমনের ধাক্কায় পথচারী এক মহিলা ও এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে মাদ্রাসা ছাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সরল গ্রামের মৃত হযরত আলী সানার স্ত্রী রিজিয়া বেগম (৪০) ও আলমতলা গ্রামের মোঃ ইসমাইল শেখের মাদ্রাসা পড়–য়া মেয়ে নাজমা খাতুন (১৫) পৌর সদরের ব্যাংক থেকে প্রয়োজনীয় কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী নছিমন তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা অচেতন হয়ে পড়ে। পরে এক ভ্যান চালক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাদ্রাসা ছাত্রী নাজমার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial