প্রধান সূচি

বাগেরহাটে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনার

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শেষ করা হবে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন আগামী বছরের  ডিসেম্বরের মধ্যে সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

পরে তিনি বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদারসহ পৌরসভার কাউন্সিলরদের হাতে জাতীয় স্মার্ট পরিচয়পত্র তুলে দেন। এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন এমপি, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমিন মল্লিক ও প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভার কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial